অলস চৈত্রের প্রেম
অলস চৈত্রের প্রেম
চৈত্র দিনের তপ্ত বেলায়
অলস দেহে শিতল ছাওয়ায়-
রোমাঞ্চ উঠে মনের মাঝে
তোমার কথা ভেবে ভেবে।
পাশ বালিশ আছে পাশে
মনের জ্বালা নিভাতে না পারে।
এমন দারুণ দিনের উন্মাদনে
মন যে থাকে রংবাহারি দেশে।
উরু উরু মন যে আমার
ফিরে ফিরে তোমায় চায়,
কোথা তুমি কোথায় প্রিয়ে
যদি পারো তবে এসো কাছে।
বলবো কথা তোমার সাথে
তোমার কোলে মাথা রেখে।