দীপশেখর পদাবলী
দীপশেখর পদাবলী
কহ'ন কথ'ন বঁধুয়া মোঁহ
বাজাই বাঁশি মন মোহন।
আজ ফাগুনের চন্দ্রিমায়ে
দুজনে ভেসে যাই চ'ল।।
প্রেমহী করুত ভঁই কিসের
ভুলি লাজ লজ্জা-শরমিত মন।
মধুর পীরিতে দুঁহু মিলিত
আঁধার নিশায় মদিন চিত্ত।।
বিভোর ইয়ামিনী যাওয়ে চলি
করো ন বঁধূ অর ছলি।
এমন শশীভূষণ রাতি
অর ফিরকে ন আওয়েগি।।
দীপশেখর মরি মধুইয়ামিনী রসে
বিকট আশ উথলে আওয়ে।
বঁধূ হে মুঁহুঁ করহ আবহ-
কামনা ভরা বাসনা পূরণ।।