দলমাই চাই
দলমাই চাই
মাথার ' পরে একটা ছাদ চাই ;
কিন্তু আমার যে অর্থ নাই ! কি ভাবে পাই ?
জানো স্নিগ্ধজিতা !
পাহাড়ের কোলে তোমার যে ঝর্ণাটা আছে ;
প্রাগৈতিহাসিক না কি যেন !
সেই যে বলেছিলে ----
পাহাড়ের কোলে ;
ওরা নাচত ; খেলত; আর মজা করে হাওয়া খেতো !
ঝর্ণাটা দিতে পারো আমায় - স্রেফ কয়দিনের জন্য !
জানি স্নিগ্ধজিতা !
ওটা তোমার প্রিয় ; কিন্তু আমি তো তোমারই !
প্রাণাধিক প্রিয় - তুমিই তো বল !
তাহলে দাও না ওটা আমায় !
গেঁথে রাখি পরণের জামায় -
আমি একটা পাহাড় দেখে রেখেছি। দলমা ।
স্নিগ্ধজিতা তুমিই বল না ! কেমন পছন
্দ ?
আমি তো অন্ধ !
তবে শুনেছি ওখানকার দামালরা নাকি ছিন্নমূল !
হয়তো শুনেছি ভুল ।
ওরা নাকি লোকালয়ে এসে;
পাহাড়ের কোল ঘেঁষে ;
মিশে যায় বিদ্রোহী মিছিলে ,
প্রতিক্রিয়া সকলেই তো দিলে !
ওরা কিন্তু বিদ্রোহ নয়; এনেছে বিপ্লব,
অধিকার অর্জনের:
প্রতিকার বর্জনের,
প্রতিবর্ত ক্রিয়ায় খেয়েছে গুলি,
লাঠি বল্লম আর মশালের ঘুলঘুলি ;
পেয়েছে কুনকির ঠ্যালা ,
কি জ্বালা !
খাদ্যের অধিকার তোমারই;
ওরা এলেই বসে যায় শুমারী।
স্নিগ্ধজিতা ; আমি তাই,
দলমাটাই চাই।
পাহাড়ের কোলে বসে আঁধারের গুনগান গাই।