কাঠফাটা রোদ গ্রীষ্ম দুপুরবেলা ,
তরুমূলে বসি' নির্জনতার কবি -
একাগ্রতার শব্দেরা করে খেলা -
নিঝুম দিনের পটভূমিকার ছবি ।
দীঘল শান্তি শ্রান্ত বিহগকূল -
আকাশভাঙা তপ্ত দহনে বিশ্ব ,
নির্জন যেন পারিজাতসম ফুল -
ধ্যানরত যত মহাযোগীদের শিষ্য ।
তন্দ্রাহত নদী কল্লোল, বন -
তপ্ত দুপুর শ্রান্ত শহরতলী ,
দুঃখের ভারে দগ্ধ মহাজীবন -
নিস্তব্ধতা যেন মরণ চন্দ্রাবলী ।
গ্রীষ্ম দুপুর মর্মাহত জন্তু -
অন্তর তার প্রেম ভালবাসাহীন ,
নির্জনতা নয় অভিশাপ অধিকন্তু -
আহত পাখীর অন্তর্ভেদী বীণ ।