STORYMIRROR

Santana Saha

Classics Fantasy

3  

Santana Saha

Classics Fantasy

দগ্ধ গ্ৰীষ্ম

দগ্ধ গ্ৰীষ্ম

1 min
12K

তোমার আগমন ছিল অনেকটা

গ্ৰীষ্মের মত....

বসন্তের বিলাসিতার ছিটেফোঁটা,

কখনও পাইনি তোমাতে.....

রূঢ়,কঠোর বাস্তব নিয়ে,

মাঝে মাঝেই হানা দিতে,

আমার বিছানো গালিচায়....

আর তখন এককোণে লালিত কোকিলটা,

কেঁপে উঠত জানো?.....

জানি আমি সব...বাস্তব বড় কঠিন,

বসন্ত সেখানে ব্রাত‍্য....

কিন্তু সূর্য থেকে দূরে থাকলেও

যে তাকে অনুভব করা যায়,

বরং আরও বেশি ভালোবাসা যায়,

তা কি তুমি বোঝো না.....

জোর করে কাউকে অনুভব করানো,

পাপ, জানো না তা?.....

তাই আজ দগ্ধ গ্ৰীষ্মের মত,

ফ‍্যালফ‍্যাল করে চেয়ে থাকো,

শুধুই শূণ‍্য হাতে.....

স্রষ্টা যে উজাড় করে দিয়েছে

সব, বসন্তকে.....


Rate this content
Log in

Similar bengali poem from Classics