দগ্ধ গ্ৰীষ্ম
দগ্ধ গ্ৰীষ্ম


তোমার আগমন ছিল অনেকটা
গ্ৰীষ্মের মত....
বসন্তের বিলাসিতার ছিটেফোঁটা,
কখনও পাইনি তোমাতে.....
রূঢ়,কঠোর বাস্তব নিয়ে,
মাঝে মাঝেই হানা দিতে,
আমার বিছানো গালিচায়....
আর তখন এককোণে লালিত কোকিলটা,
কেঁপে উঠত জানো?.....
জানি আমি সব...বাস্তব বড় কঠিন,
বসন্ত সেখানে ব্রাত্য....
কিন্তু সূর্য থেকে দূরে থাকলেও
যে তাকে অনুভব করা যায়,
বরং আরও বেশি ভালোবাসা যায়,
তা কি তুমি বোঝো না.....
জোর করে কাউকে অনুভব করানো,
পাপ, জানো না তা?.....
তাই আজ দগ্ধ গ্ৰীষ্মের মত,
ফ্যালফ্যাল করে চেয়ে থাকো,
শুধুই শূণ্য হাতে.....
স্রষ্টা যে উজাড় করে দিয়েছে
সব, বসন্তকে.....