STORYMIRROR

Sunanda Chakraborty

Inspirational Others

3  

Sunanda Chakraborty

Inspirational Others

ডায়েরী

ডায়েরী

1 min
114

আমি সেই হতভাগা ডায়েরী

যার বুকে খোদাই করা আছে,

কত বেদনা , কত যন্ত্রণা ।

কিছু অপ্রকাশ্য অনুভূতি ,

আবার কিছু ব্যথা মাখা আবেগ ।

মুঠো মুঠো খুশির মুহুর্ত,

জমা আছে কিছু পাতা জুড়ে ।

তবে দুঃখের ভাগটাই যে বেশি ।

আমার প্রতিটা পংক্তি বড়ই বিশ্বস্ত,

মানুষের মতো নাকি আমি আঘাত হানি না ,

খোঁটা দি না কথায় কথায় ।

বিচার করিনা একতরফাভাবে ।

দিনের হাজার রকম কথা,

আমার সাথে ভাগ করে নেয় ওরা,

মনকে একটু শান্তি দেয়, হালকা করে,

যাতে একটা শান্ত ঘুমের আশ্রয় পায় শরীর ।

কত ছন্দ, কত ছন্দহীন কবিতা বাসা বাঁধে,

আমার মাঝে, কিছু নোনতা জল মিশে থাকে,

শুকনো ফুলের পাপড়ি, বা ছেঁড়া চিঠি আমার পরিবার ।

বছরের পর বছর কেটে যায় এভাবেই ,

কেও পড়লে হয়তো বুঝতে কতটা নাটকীয় আসলে এক একটা অধ্যায় ।

কত কলমের জীবন শেষ হয়েছে আত্মজীবনী লিখতে লিখতে ।

আমিই সেই হতভাগ্য ডায়েরী ।

 



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational