STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Abstract Inspirational Others

3  

আরিয়ানা ইচ্ছা

Abstract Inspirational Others

অফিসের বস

অফিসের বস

1 min
158

 


সব চেয়ে যদি কঠোর হয় 


সবচেয়ে বন্ধুসুলভ, 


এমন মানুষ ও আছে জগতে


যা পাওয়া দূর্লভ!!


ক্লান্তি শেষে স্নিগ্ধ চোখে 


করবে সুনাম কেউ,


মানুষ হয়েও কেউবা থাকে


করে ফেলে ঘেঊ।


ভয়ঙ্কর রুপ হয়'ও কারো


শোষিতদের জন্য সাজা,


হয়েছিলো মালিক শুধু


ভাবটা যেনো রাজা।


সময় যায়, যায় দিন 


পালটে জীবন মান,


বুঝতে পারে মানুষ কেউ


ভুলে যায় অসম্মান।


দিন শেষে টিকে থাকে 


যারা বেশী সয়,


কারো জীবনে সুখ আসেনা

কষ্টেই জীবন ক্ষয়।

কাজের জায়গা ভীষণ দামী

মানুষের কাছে লাগে,

অন্য কিছু যায় হয় হোক

কাজ'ই সবার আগে।

মন মতো সব পেলে

কাজে আসে যশ,

সব ভালো যদি হয়

"অফিসের বস"। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract