STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational Others

3  

Piyali Mukherjee

Abstract Inspirational Others

কাঞ্চনজঙ্ঘা 🌞

কাঞ্চনজঙ্ঘা 🌞

1 min
732

চলো, আজ যাই সূর্যোদয়ের দেশে

দার্জিলিং , কাঞ্চনজঙ্ঘা হয়ে  

আরও উত্তরের দিকে। 

যেখানে চোখ মেলে প্রথম সূর্যের আলো,

একা একা পথ চলতে পথেই মন হারালো।

সেখানে রাঙিয়ে আকাশ, জুড়ে বাতাস

 অনুভূতিরা আবীর মাখে।

প্রাণের স্পন্দনে অধরা পৃথিবী 

মাটির রসে হয় সিক্ত,

পাহাড়ের গান, দোয়েলের কলতানে

সব কথা রয় অব্যক্ত।

দূরে কোথাও শোনা যায় ঝর্নার

ঝিরিঝিরি কলতান । ভোরের নরম আলো

গায়ে মেখে মাথা তুলে দাঁড়ায় 

পাইন আর রডোডেনড্রন ।


চলো আজ যাই সূর্যোদয়ের দেশে, 

পাহাড়ের শেষে যেখানে আকাশের 

ব্যাপ্তি এসে মেশে।

আকাশের মন মেজাজ যখন 

হয় ভালো , রাতে জানলা বেয়ে 

ঘরে আসে আলো ।

হোক না সে দার্জিলিং ,শিলং

 কি়ংবা কালিম্পং , বা ভালোলাগার, 

ভালোবাসার সিকিম । সেই তো পাহাড়, 

তোমার-আমার, সেখানে শরীর জুড়ে থাকুক বাতাসের ছোঁয়া,

আর মনে বাজুক 

আনন্দের দ্রিমি দ্রিম। 

পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়া

সূর্যোদয়ের-সূর্যাস্তের আলো, আজ 

যেন মনের কোণে লাগলো 

নতুন করে ভালো। 

তাই চলো আজ যাই আবার 

সূর্যোদয়ের দেশে ,

যেখানে পাহাড়ে সূর্যের আলো 

আর আকাশের প্রতিবিম্ব 

একই পথে এসে মেশে ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract