STORYMIRROR

Sipra Debnath

Abstract Inspirational Others

3  

Sipra Debnath

Abstract Inspirational Others

অন্তিম ঠিকানায়

অন্তিম ঠিকানায়

1 min
175


কতটা পথ পেরিয়ে এসেছি কখনো ফিরে দেখা হয়নি।

আসলে প্রয়োজন বোধ হয়নি

আরো অনেকটা পথ হাঁটা এখনো বাকি

কাঁধে মায়া-মমত্ব আর কত কর্তব্যের ঝোলা বয়ে বেড়াচ্ছি,

এসব রেখে দিয়েই একদিন গন্তব্য পাড়ি দিতে হবে,,,

ক্লান্তি ঘিরে ধরলেও অনেক সময় ঝেড়ে ফেলে দিয়ে এগোতে হয়,,

নামের তালিকা দেখেই নাম ডাকা হবে

কোন অজুহাত কিংবা ফাঁকি দেওয়া চলবে না ,,

তার আগে এলার্ম বাজিয়ে হয়তো বা সতর্ক করে দেওয়া হতেও পারে,,,

তৈরি হয়ে থাকতে হবে

সব বেড়াজাল ভেঙে ওপারের আলোকরশ্মি ধরে

এগিয়ে গেলেই তুমি পৌঁছে গেলে অন্তিম ঠিকানায়।

ভয় ভীতি নয় পরমানন্দে তাকে আলিঙ্গনবদ্ধ করে নিতে পারলেই তুমি একান্ত তার হয়ে গেলে চিরতরে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract