অজানা আগন্তুক 🌑
অজানা আগন্তুক 🌑
কলকাতার পাথর বুকে পায়ে পায়ে
কবিতার মায়াজাল খুঁড়ে খুঁড়ে
একা আর কয়েকজন আগন্তুক যেন
মাঝরাতে বেলেল্লা শহরকে করেছ শাসন !
ঘুমিয়ে যখন সারাটা পাড়া
ডাবল ডেকারে একাই ফেরা,
জেগে থেকেছে একটি সে শ্বাস,
ক্রমাগত ভারি বুটের শব্দ এগিয়ে আসে !
নাকি নেহাৎই বিশুদ্ধ পরিহাস ?
এখানে এখনও লুকিয়ে চুরিয়ে
পাথরের শানচত্বরে
রাতে অলৌকিক শিউলি ঝরে...
এখনও রাতের গোপন শরীরে
ভাবনারা রাত জাগে ।
শোনা যায় কেবলই
অনন্ত ঝরাপাতার গান
তবুও যদি পথের ভুলে
কবিতার এই ভুল শহরে
এসেই পড়েছো অ-দরকারে
দেখবে কালো গাড়ির মধ্যে কালো গাড়িতে
রাতচরা কারফিউ হিংস্র চরে
কে যেন আওয়াজ দিয়ে ফেলে
"জাগতে রহো।"
প্রতিধ্বনি ফেরে উন্মত্ত স্বরে
তোমার স্মৃতি ছড়ানো
শহরের এই নীল গ্যাসচেম্বারে !
