STORYMIRROR

Debashis Bhattacharya

Inspirational Others

3  

Debashis Bhattacharya

Inspirational Others

আগমনীর আবির্ভাবের আশায়

আগমনীর আবির্ভাবের আশায়

1 min
169

শরতের প্রভাতে

শিশিরে ভেজা ঘাসেতে

বাতাসে কাশের দোলাতে

গগনে মেঘের আড়ম্বরে

বাজেরে আজিকে বাজেরে

আগমনী গীত বাজেরে


বাজে দিবানিশি মম অন্তর মাঝে 

বাজে নিখিল ভুবনে তালে তালে

বাজে জোয়ার ভাটায় সাঁঝের বেলায়

আগমনীর আবির্ভাবের আশায়


নাচে উর্মিমালা

নাচে পল্লব-তরু 

নাচে রবি শশী

নাচে সকলি তারকারাশি

নাচে ছোট্ট প্রজাপতি

ফুলের আসনে পাখা মেলে

আমার ক্ষুদ্র কুঠির প্রাঙ্গনে

তাইনা দেখে আমার হৃদয় নাচে 

আনন্দ ও উচ্ছলতায়

আগমনী গীত গেয়ে


অসুরদলনী প্রলয়মুরতিধারিনী

দশভুজা তুমি এসো হে

দিকে দিকে শঙ্খধ্বনী রণ দুন্দুভি বাজে

তোমার যাত্রাপালায় আবির্ভাবের সূচনাতে


অহংকারের উচ্চ ললাটে

করিয়া পদাঘাত

দুর্গতিনাশিনীর হবে আবির্ভাব

অসুরকুলের সাম্রাজ্য নিপাত যাক

পৈশাচিকতার হোক অবসান


বজ্রবাহুর উদণ্ডতায়

ত্রিনয়নীর রোষাগ্নিতে

নতশির হবে অসুরকূল

শ্মশানের লেলীহান শিখায়

জ্বলিয়া পুড়িয়ে ছারখার হবে

যত আছে উৎপীড়কের দল


স্বয়ংসিদ্ধা সমরাস্ত্রে সজ্জিতা

উগ্রপ্রচণ্ডা দেবী কাত্যায়নীর সম্মুক্ষে

দিবো অঞ্জলী হৃদয়ে প্রস্ফুটিত রক্তজবাকে

চয়ন করে তব চরণে


জাগো জাগো মা জাগো আজিকে

নরপশুদের তান্ডব দলনে

ভারতমাতার ললাটে বহ্নিশিখার দাবানল

পরিবৃত্ত করে নরপিশাচদের জ্বালিয়ে

ধ্বংস করো মা এলোকেশী

ধংস করো পাপিষ্ঠদের গোষ্ঠীকে


জাগাও সৃষ্টিতে নব প্রাণের উন্মেষ 

জাগাও চেতনার ব্রহ্মরুপী সত্তাকে

তব অন্তরে বয় পাপনাশিনী প্রেমপ্রদায়িনী

ক্ষমাপ্রদায়িনী মাতৃমূর্তি গঙ্গা

দিতে স্নেহ করুনার ধারা

যুগে যুগে বারেবারে অসুর দলিয়া

দুর্বলেরে করিতে রক্ষা

 

নবরূপে সাজাতে বসুন্ধরা

তাইতো তোমার আগমনী গীত

আজ আকাশে বাতাসে

মম অন্তরে দোলা দেয়

কালভৈরবী বিশ্বগ্রাসিনী রণমূর্তি ত্যাগিয়া

সাজ তুমি বিস্বজননী বিশ্ববন্দিত হয়ে

মমতাময়ী মাতৃমূর্তিতে

 

নাও সকলেরে

স্নেহের ক্রোড়ে তুলে

দুঃখ দৈনতা কলুষ কালিমা দূর করে

দূর হয়ে যাক সমাজের অবক্ষয়

দূর হয়ে যাক পাপিস্টদের পরপীড়ন

তাই তো গাহি জাগো জাগো মা

জাগো আজিকে

উদ্ধারিতে জগতের নিপীড়িত মানুষদের


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational