প্রেম কি?
প্রেম কি?
প্রেম কি হে?
প্রেম কার সাথেই বা হতে হয়!
প্রেম তো সার্বিক সত্য,
প্রেম যে যার তাঁর সাথে হয়।
প্রেমের গল্প যেমন,
তোমার আমার হতে পারে!
তেমন আমার আর আমার লেখার,
কলমের সাথে হতে পারে।
প্রেম তো তুমি,
তোমার বইয়ের সাথেও করতে পারো।
প্রেম তো শুধু মানুষে মানুষে নেই সীমাবদ্ধ!
প্রেম কি হে?
সেকি শুধু তোমাতে আমাতেই আবদ্ধ?!
