দলা পাকানো অনুভূতিরা
দলা পাকানো অনুভূতিরা
মাড়িয়ে দিয়ে চলে গেলো সবাই,
তুমিই বা কেন বাদ যাবে?
আমার অনুভূতিরা,
সব যেন খেলনা কোনো...
দলা পাকিয়ে,
আছে অপেক্ষায়
ছাড়া পাওয়ার আশায়।
দিন যায় রাত আসে,
আসে না শুধু সেই সময়!
সেই প্রতীক্ষার হয় না কোনো অবসান,
মুক্তি পাবার আশায়,
চেয়ে থাকে পথ।
আমার সেই দলা পাকানো অনুভূতিরা!
দুমড়ে মুচড়ে শেষ করতে পারিনি যা,
তুমি তাই করে দিলে।
আবারো একবার, না হয় তা করলে!
কিইবা তাতে আসে যায়?
কলমে :✍️অরি
২৬/০৮/২০২৩
