STORYMIRROR

অরি 🌝

Abstract Inspirational Others

4  

অরি 🌝

Abstract Inspirational Others

ফিল্টার

ফিল্টার

1 min
311


আহাঃ!যেদিক পানে চোখ যায়,

খালি ফিল্টারের ছড়াছড়ি।

মুখ কোমর বেকিয়ে,

ফটো তোলে বাচ্ছা থেকে বুড়ি!

কি সুন্দর ছিল সেদিন গুলো!

যেখানে ছিল না কোনো ফিল্টার

সবাই মুগ্ধ হতো গুনে।

এখানে সবাই রূপবান রূপবতীর ভিড়ে

সব গুণবান গুণবতী গায়েব!!

আছে গুণবান অনেকেই

শুধু চাপা পড়ে গেছে রূপের ঝড়ে!!

সেদিন যে আর ফিরবে না সে জানি,

শুধু আফসোস একটা কথারই

মিথ্যের বেড়াজাল ভাঙবে যেদিন

পারবে তো দেখতে আর,

আয়নায় নিজেকে সেইদিন।।


কলমে :✍️অরি


( সত্ব সংরক্ষিত )




Rate this content
Log in

Similar bengali poem from Abstract