সিন্দুক
সিন্দুক
ছোটবেলা ;
সে ছিল এক রূপকথার সিন্দুক,
যার হাসি মজা ছিল চাবিকাঠি।
বড়োবেলায় হারিয়ে গেলো সে সিন্দুক,
আর সে চাবি!
পেলেম নাকো খুঁজে সে জাদুর বাক্স।।
হাজার খুঁজেও পেলেম নেকো।
হাসতে ভুলে গিয়ে হলাম বড়ো,
বড়ো হয়েও পেলাম নাকো খোঁজ!
হারিয়ে গেলো সোনা রুপোর চেয়েও দামী সে,
দিনভালোর সিন্দুক আমার।।
সেই সিন্দুকের চাবিই যে ছিল আমার হাসি,
ফিরিয়ে দাও সে চাবি,
ফিরিয়ে দাও সে দিনগুলো।।
কলমে: ✍️ অরি
