অপেক্ষায় আছি
অপেক্ষায় আছি
কোনো এক নির্ঝুম স্টেশনে কেটে যায় সময় ,
প্রহর গুনে গুনে ক্লান্তি নাহি হয়।
চেয়ে আছে সেই বাতিস্তম্ভ,
অপেক্ষায় আছে সেই খালি সিট্গুলি।
তুমিও কি অপেক্ষায় আছো?
আমি এখনো চেয়ে আছি, তোমার ফিরে আসার!
রেলের লাইনগুলো যে বড্ড একা ,
এবার এসো তুমি তাড়াতাড়ি।
ক্ষণে ক্ষণে মনে হয়,
এই এলে তুমি বুঝি!
