একটিবার দেখা দাও
একটিবার দেখা দাও
তোমার পানে চেয়ে
দিন কেটে যায়।
একেলা ঘরের কোনে বসে,
মন লাগে না ভাই।
একবারটি দেখা দিয়ে যাও গো।
তুমি একবারটি দেখা দিয়ে যাও ,
আমি তোমায় দেখেই খুশি হয়ে যাই।
কিছুটিই চাই না তোমার থেকে ,
শুধু দেখাটি দিয়ো একবার।
মনের কোনে থাকবে তুমি চিরদিন ,
সঙ্গে না থাকলেও।
চাঁদ তাঁরা কিছুরই বাসনা নাহি মোর;
শুধু একবার দেখাটুকু দিয়ো।
দিন শেষে মোর আর কিছু নাহি চাই।
এমন যদি হতো,
ধরা দিতে তুমি।
স্বপ্ন না হয়ে,
সত্যি হতে যদি।
একবারটি দূর দিয়ে হলেও
দেখা পেয়ে তোমার,
হৃদয় আমার আনন্দে ভরে যায়।
তোমার পানে চেয়ে
দিন কেটে যায়।
একেলা ঘরের কোনে বসে,
মন লাগে না ভাই।

