STORYMIRROR

অরি 🌝

Abstract Inspirational Children

3  

অরি 🌝

Abstract Inspirational Children

কবিতা তোমার নেই কো ছুটি

কবিতা তোমার নেই কো ছুটি

1 min
183


কবিতা তোমার নেই কো ছুটি,

আছে তোমার অনেক প্রেমী।


যুগের তালে হারাওনি কোথাও;

হয়নি কো কম তোমার প্রয়োজনীয়তাও!


আছো তুমি হৃদয় জুড়ে,

সাহিত্যপ্রেমীর পছন্দ তুমি।


তোমার প্রয়োজনীতা কমবে নেকো...

থাকবে তুমি হৃদয় জুড়ে ।


কবিতা তোমার নেই কো ছুটি,

আছে তোমার অনেক প্রেমী ।।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract