পরিপূরক
পরিপূরক
পথিক সুধাইলো পথকে,
"ওহে পথ কোথায় তোমার শুরু;
কোথা তোমার শেষ?"
পথ কহে,
" হে পথিক যেথা তোমার ঠেক। "
পথিক আর পথ উভয়ই করিয়া বার্তালাপ,
বুঝিল এক চরম সত্য!
" পথ আর পথিক,
কেউ কাহারে ব্যতিরেকে নয়
দুই একে অপরের পরিপূরক। "
পথিক যাবেন কোথায়?
নাহি পেলে পথ!
আর পথেরই কি বা উপযোগিতা,
যদি নাইবা থাকিলে পথিক?
সবই এই জগতে,
একেঅপরের পরিপূরক।
একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্ব নেই!
