STORYMIRROR

অরি 🌝

Classics Inspirational Others

3  

অরি 🌝

Classics Inspirational Others

পরিপূরক

পরিপূরক

1 min
170

পথিক সুধাইলো পথকে,

"ওহে পথ কোথায় তোমার শুরু;

কোথা তোমার শেষ?"

পথ কহে,

" হে পথিক যেথা তোমার ঠেক। "


পথিক আর পথ উভয়ই করিয়া বার্তালাপ,

বুঝিল এক চরম সত্য!

" পথ আর পথিক,

কেউ কাহারে ব্যতিরেকে নয়

দুই একে অপরের পরিপূরক। "


পথিক যাবেন কোথায়?

নাহি পেলে পথ!

আর পথেরই কি বা উপযোগিতা,

যদি নাইবা থাকিলে পথিক?


সবই এই জগতে,

একেঅপরের পরিপূরক।

একজনকে ছাড়া অন্যের কোনো অস্তিত্ব নেই!



Rate this content
Log in

Similar bengali poem from Classics