STORYMIRROR

অরি 🌝

Abstract Classics Inspirational

4  

অরি 🌝

Abstract Classics Inspirational

বিষাদেরও সুর

বিষাদেরও সুর

1 min
365


কে জানে কিসের সে মন খারাপের সুর!

চারপাশের উৎসবভাবে,

 সে যে আরো হয়ে যায় চুপ।

নাই জানে কোথা হতে ওর উৎপত্তি,

আর নাই জানে কোথা ওর শেষ!

এ কেমন বিষাদের সুর?


মন বড়ো চঞ্চল, সদা ছুটে বেড়ায়।

দিগন্ত পেরিয়েও সে থামতে নাহি চায়!

লোকে বলে মন,

সর্বদা নদীর মতন চঞ্চলা।

কিন্তু তাঁহার এ কেমন রূপ?!


মরমে মোর ব্যথা উঠলো,

জাদুর পরশ কই?

শেষ করো এ গানের বিষাদেরও সুর।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract