ঋদ্ধতাম
ঋদ্ধতাম
নির্দয় বিধাতা তার নিঠুর করালে,
হ্রাসিল গ্রাসিল যত সমুদায় জনে,
গোধূলি বাহিত জরা দিকচক্রবালে,
প্রদোষ তমসা ঘিরে সমুচয় মনে।
অক্ষম ইন্দুর বিন্দু রক্তিম সিঁদুরে
দিবস যামিনী খুঁজি নীলিমার তটে,
অজর অমর বালা কহিছে সিন্ধুরে,
যা কিছু রটিছে তার কিছুমাত্র ঘটে।
বিধির বিধান বল কে করে খণ্ডন,
কর্কশ বায়স স্বর পরভৃতে দিয়া,
জগত কল্যাণে যদি মস্তক মুণ্ডন,
করিতে না চাহ ,কহ; নিয়তিরে গিয়া।
জীবের কুশল কর্ম ধর্মোচিত বৃত্তি,
ঋদ্ধত্ব জীবের কায়া, শুদ্ধতম মৃত্তি।
