মাগো, তোমার ছেলে
মাগো, তোমার ছেলে
মাগো, তোমার ছেলে
আগুন জ্বেলে,
রক্ত ঢেলে,
স্বাধীনতা এনেছে মা।
তারা, শক্তি জোরে,
যুদ্ধ করে,
শত্রু মেরে,
স্বাধীনতা এনেছে মা।
মাগো, রোদে - ঝড়ে
কষ্ট করে,
অস্ত্র ঘাড়ে,
স্বাধীনতা এনেছে মা।
তারা, সরিয়ে রাত,
নতুন প্রভাত,
ঘুচিয়ে অভাব,
তোমায় খুশি করেছে মা।
মাগো, বিদ্রোহী তারা,
বিপ্লবী তার,
বরেছে কারা,
স্বাধীনতা এনেছে মা।
তারা, হাতে অসি,
মুখে হাসি,
নিয়েছে ফাঁসি,
তোমায় স্বাধীন করেছে মা।
মাগো, বন্দি ছিলে,
শত্রু জেলে,
সাহসী ছেলে,
তোমায় স্বাধীন করেছে মা।
