STORYMIRROR

Soudamini Shampa

Abstract Inspirational Others

3  

Soudamini Shampa

Abstract Inspirational Others

সত্যিকারের স্বাধীনতা

সত্যিকারের স্বাধীনতা

1 min
209


প্রতিটি অভুক্ত মুখে এক পেট ভাতের নাম স্বাধীনতা।

প্রতিটি উলঙ্গ শিশুর গায়ে শীত বস্ত্রের নাম স্বাধীনতা।

প্রতিটি অক্ষরজ্ঞানহীন মানুষের নূন্যতম বেঁচে থাকবার শিক্ষার নাম স্বাধীনতা।

প্রতিটি মানুষের মাথা উঁচু করে বাঁচবার নাম স্বাধীনতা।

মেরুদন্ড বিক্রি না করে, শিরদাঁড়া সোজা করে বাঁচা জীবনের নাম স্বাধীনতা ।

ধর্মের নামে, লিঙ্গের নামে, জাতের নামে অনাচারের বিরুদ্ধে আওয়াজ তোলবার অধিকারের নাম স্বাধীনতা।


যেদিন প্রতিটি শিশু ভাত পাবে,

পাবে শিক্ষার আলো,

পণের দাবীতে কোনো বধূহত্যা হবে না আর,

বেকারত্বের জ্বালায় গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে না কোনো যুবক,

কোনো নারী শরীর বিক্রি হবে না অভাবের নামে।

যেদিন পোশাকের শালীনতার নামে কেড়ে নেওয়া হবে না কারো জীবিকার অধিকার,

অসম বয়সী বিবাহের জন্য দাঁড়াতে হবে না সমাজের কাঠগড়ায়,

যেদিন আমরা বিচারক হবো না অন্যের, বরং মন দেব আত্মসমালোচনায়,

কাঠগড়ায় তুলবো না অন্যকে, আঙুল তুলবো না অন্য কারো দিকে,

নিজের বাঁচবার সঙ্গে সঙ্গে অপরের বাঁচবার অধিকারকেও সমান সম্মান জানাবো,

সেদিন হবে সত্যিকারের স্বাধীনতা।

তার আগে তো আমরা পরাধীনই!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract