আহ্বান
আহ্বান
তুমি বড় নিষ্ঠুর
একবার জড়িয়ে ধরতে ভয় পাও!
লোকজ্জা না দাবানল?
চোখের দিকে তাকাও না!
লজ্জা না নিমজ্জনের ভয়?
আবাহন বিসর্জন খেলায় মেতেছে প্রকৃতি।
জল ছুঁই ছুঁই লাল রাঙানো ঠোঁট
নিশ্চুপ বিস্ফোট!
শরীর গভীর ডাক দিয়েছে,
আজকে জেগে ওঠ!

