STORYMIRROR

Soudamini Shampa

Inspirational Others

3  

Soudamini Shampa

Inspirational Others

তোমার জন্য নয়

তোমার জন্য নয়

1 min
192


যদি মশাল ধরতে ভয় পাও, হাতে ছ্যাঁকা লাগবে বলে, তবে তুমি কোনো বিজয় দৌড়ের প্রথম সারিতে থাকতে পারবে না কোনোদিন।


যদি গলা তুলে নিজের দাবি আদায়ের জন্য শ্লোগান তুলতে না পারো, তবে তুমি কোনোদিনই পা মেলাতে পারবে না কোনো মিছিলে।


যদি প্রতিবাদ করতে ভয় পাও অন্যায়ের বিরুদ্ধে, তবে তুমি আপদ, মানব সম্পদ হিসেবে গণ্য হবে না কোনো কালে।


সারা জীবন যদি ধর্মের নামে, লিঙ্গের নামে, জাতের নামে বিভেদ, বিদ্বেষ পোষণ করো, তবে তুমি আদমসুমারীতে আসবার অযোগ্য!


যদি তুমি আজও মনে মনে ধর্ষণকে জাস্টিফাই করো, ছোটো পোশাকের দোহাই দিয়ে, তবে তুমিও ক্রিমিনাল।


তোমার দুচোখ উপড়ে তোমায় অন্ধ করে দেওয়া হোক।

সভ্যতার আলো তোমার জন্য নয়।


©®


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational