অবকাশহীন স্বীকারোক্তি
অবকাশহীন স্বীকারোক্তি
ডুব সাঁতারে তোমার মনের গভীর হাতড়ে একটা কড়ি খুঁজে পেলাম।
রাতের ক্যানভাসে জোছনার মন্তাজ!
ছায়া ছায়া চাঁদ আবছায়া দেবদারু লুকোচুরি খেলছে বাগানে।
সরু পথ বেয়ে চলে অসীমের দিকে দুটো ঠোঁট,জলে ভেজা রক্তাক্ত!
একটা চুম্বন চেয়েছিল শুধু!
কাঁটা নয় পাপড়ির দামের বদলে দুয়েকটা লালচে ফোঁটায় লিখে রাখা সেই ইতিহাস!
মনে কেউ রাখেনি, তুমিও তো না!
কারো কাছে নেই অবকাশ!

