বাবা ও মেয়ে
বাবা ও মেয়ে
মেয়ে কখনো ভুলতে পারেনা
বাবার অবদান,
সারাজীবন দিয়ে যেতে চায়
স্নেহের প্রতিদান।
মেয়ে মানে বাবার আদরের
কলিজার রাজকন্যা,
মেয়ের কিছু হয়ে গেলে বাবার
চোখ যেনো হয় বন্যা।
বাবার যখন অনেক বয়স
দূর্বলতায় ঘেরা,
মেয়ের মনে আশংকারা দেয়
শুধু নাড়া।
ভয়ে ভয়ে সর্বগ্রাসে বাবার
ভালো চাই,
বাবা দূরে কোথাও গেলে
ফিরে তাকাই।
বাবার প্রতি টান নেই এমন
মেয়ে কম,
মেয়ের প্রতি স্নেহ নেই এমন
বাবা যম।
বাবা গেলে অজানাতে
স্মৃতি আঁকড়ে মেয়ে,
অভাব হয়না পূরণ মেয়ের
আরেক বাবা পেয়ে।
মা বাবার মাঝে কখনো কখনো
করা কঠিন পার্থক্য,
সব কিছুর পর'ও থাকে অটুট
"বাবা ও মেয়ের সম্পর্ক"।
