STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

3  

Manik Goswami

Classics Inspirational

অমরত্ব

অমরত্ব

1 min
232


মরণশীল মানুষের অমর হওয়া জানো ?

কর্মব্যস্ত পৃথিবীতে কৃত কর্মকে মানো।

দাপট দেখিয়ে অধিকার প্রতিষ্ঠা করার তাড়নায়,

অন্যকে হেয় প্রতিপন্ন করার বাসনায়,

নিজের আখের গুছিয়ে নেবার সীমাহীন ছলনায়,

মনের সুপ্ত গহন গভীরে ছাইচাপা কামনায়, 

ভোগ ঐশ্বর্যে ডুবে থেকে পূর্ণ হবার আশায়,

পেতে চাও অমরত্বের সন্ধান ?

আশা রাখো লোকে তোমার করবে গুণগান ?


অমরত্ব পেতেই পারো যদি লোকের মুখে মুখে,

তোমার নামটি উচ্চারিত হয় কারো সুখে দুখে।

গুনের কদর করবে সবাই, প্রেরণা ভবিষ্যতের,

দৃষ্টান্ত রেখে যাও যদি আপন কর্মের।

মানব সেবা করতে পারো, দশের কাজে লাগো,

লোক ঠকানো বন্ধ করে সাহায্য করে দেখো।

গরিব মনে ঠাঁই পেয়ে তুমি অমরত্ব খোঁজো,

পরের ধনে নজর ছেড়ে দাতা কর্ণ সেজো। 

লোকের মনে ঠাঁই করে নিতে কলম হাতে ধরো,

দামি সাহিত্যের মর্যাদা তুমি আপন হাতে গড়।

ভাষা সাহিত্যে অমর হয়ে রইবে তুমি ভবে,

ধরার ধুলায় অমর চিহ্ন যুগ যুগ রয়ে যাবে।

অমরত্ব লাভ করতে এমন কর্ম করো,

ক্ষণিক তরে হলেও তাহার মূল্য হবে বড়ো।


Rate this content
Log in

Similar bengali poem from Classics