বর্ষামঙ্গল
বর্ষামঙ্গল
এল বরষা করিতে সরসা ধরণী ;
কৃষ্ণ - কুন্তলা চরণে নুপুর ধ্বণি ।
নবযৌবনা চির চঞ্চলা বাঙ্ময়ী,
এল বরষা এল সহসা অয়ি ।
দেবযোনী তার দেবতার নৈবেদ্য,
সৃষ্টি রসের ভাণ্ডার তার অচ্ছেদ্য ।
প্রণয়িনী সে প্রকৃতির এই শ্যামলের,
তমসাঘন রূপের বাহার বাদলের ।
হরষিত চিত নিতি নব যথা ঋতবাক,
নিদাঘক্লিষ্ট মহা জীবনের সংলাপ ।
এল বরষা নিয়ম সকল ভাঙিয়া,
ধন্য করিতে পরাণ ফাগুনে রাঙিয়া ।
বনপ্রান্তর শ্যামলে ভরিতে পৃথিবী,
এল বরষা তাকে তোরা বল কি দিবি !
প্রস্তর নহে ; ধরিয়া রাখো হে সবুজে ,
অশ্রুর বারি ঢাকিয়া রাখিতে অবুঝের।
