আত্মসমীক্ষা
আত্মসমীক্ষা
মেঘকে ডেকে আকাশ বলে,
ভাসো আমার বুকে,
তোমার কোনো কষ্ট হবে না,
ভাসতে পারবে সুখে।
মেঘ বলছে, হাওয়ার তেজে
উড়ে যদি যাই ভেসে,
রৌদ্র তুমি চমক জাগিয়ে
মেতে উঠবে হেসে।
রৌদ্র বলে আমার হাসি,
প্রকাশ পাবে সূর্যমুখীর মুখে,
জলদ কালো মেঘ গো আমায়
দিওনা তবে ঢেকে।
সূর্যমুখী বলে, রোদের ছোঁয়ায়
শুধু কি আমার সুখ?
কত ফুলই তো খুশিতে মাতে
প্রস্ফুটিত মুখ।
ফুল বলছে আমার রূপের
মূল্য তারাই বোঝে,
ভোমরা যখন বুকে বসে
মধুর ভান্ড খোঁজে।
অলি বলে মধুর কণায়
মোরা সঞ্চয় করে রাখি,
মানুষ এসে লুটে নিয়ে যায়
আমাদের দেয় ফাঁকি।
মানুষ বলে শরীর মোদের
সুস্থ রাখার তরে,
প্রকৃতির দান গ্রহণ করি
আমরা দু হাত ভরে।
বিনিময়ে প্রকৃতিকে মোরা
ফেরাতে পারি না কিছু,
লজ্জা, ঘৃনায় তোমাদের কাছে
আমাদের মাথা নীচু।
আলো, বাতাস, মেঘ, রোদ্দুর,
অলি, ফুলের হাসি;
সবার কাছেই ঋণী হয়ে রই,
অনুতাপে মোরা ভাসি।
