দেশের ছবি আঁকে কবি
দেশের ছবি আঁকে কবি
দেশের মায়ায় কলম চলেকাব্য হাসে ছন্দে,
মানবতার বিবেক কাঁদেপড়ে মনের দ্বন্দে।
লক্ষ প্রাণের বিনিময়েএলো স্বাধীনতা,
রচেন কবি কাব্য মালায়কত মনের কথা।
উজাড় করে ভালোবাসাহাসি ফোটায় প্রাণে,
মানব সেবা ব্রত করেছুটে দেশের টানে।
কবির চোখে ভালো মন্দসতত মনে আঁকা,
সিক্ত হয় যে কবির কলমহয় না কভু বাঁকা।
সঠিক পথের নিশানা’তেঅটুট থাকে কবি,
দেশের মায়ায় আঁকে কবিভালোবাসার ছবি।
