রূপকথা যদি.....🍁
রূপকথা যদি.....🍁
#কবিতার পাতায়
মনে হয় গল্প বলি, এক রূপকথার গল্প ,
ডানা মেলে উড়ে চলা এক মিথ্যে রাজত্বের গল্প।
অলীক স্বপ্নে যদি ভারতবর্ষ হতো এক রূপকথার দেশ,
মুছে যাওয়া ইতিহাসগুলো সঞ্জীবনীর ছোঁয়ায় ফিরে পেতো প্রাণ।
সেই কাহিনীর হতো বুনন, আর কাহিনীরা শোনাতো গল্প,
রূপকথারা ভাসতো কাব্যে , কাব্য হতো অপাপবিদ্ধ।
একটা গল্প বলি শোনো -- যখন উপন্যাসের পাতা রূপকে হলো আবদ্ধ, চরিত্রেরা হাত-পা ছড়িয়ে মারলো লাফ।
সবাই রইলো চুপ। বাকী উপন্যাস না হোক তোমাতেই থাক সীমাবদ্ধ।
যখন রূপকথারা হয় সত্যি! আর কলমে লাগে নেশা,
তখন মনে মনে লাগে দ্বন্দ্ব, সৃষ্টি করতে ইচ্ছে করে এক নতুন কাব্যছন্দ।
রূপকথায় যদি লেগেছে রং, হারিয়ে যায় রূপকেরা
তখন মুখ আর মুখোশের মেলায়,
কল্পনার হয় রাত-যাপন ভীষণ অবহেলায়।
মনে হয়, এবার হারিয়ে যাই বরং শিশুদের গল্পকথায়,
খসে পড়া তারাদের এক অজানা রূপকথায়।
একটা আধটা খসুক তারা, নয় ভাব জমুক আর না হয় হারিয়ে যাক সময়।
অল্প সন্ধ্যা নামলেই শুরু করবো বরং কাঠকুড়ানির গল্পের ছন্দ। রূপকথার গল্পেরা ফিরুক অবহেলায়।।
