★মায়া★
★মায়া★
আসলে মায়া শব্দডা আমার লাইগা নাহ,,মায়ার লাইগা হয়তো আমিই। মায়ার জন্য আমার মায়া হয় নাহ,,আমার জন্য হয়তো মায়ার,,মায়া হয়।মায়া হয়তো মায়াময় এক পথে মায়ার খোজে হাটতে,,হাটতে হাটতে হারায়া যায়।মায়া হয়তো গাছের ছেমায় নিজেরে লোকায়।মায়ার জন্য মায়া হয় না আমার,,কারণ মায়া আমারে মায়াজালে বন্ধ কইরা গেসে।আমি আইজও সেই ভাঙ্গা কন্ঠটা শুনতে পাই,, যেই কন্ঠে আমি হারাইয়া গেসিলাম জোড়া লাগানো মায়ার তৈরী মায়া নগরে।মায়ার জন্য আমার মায়া হয় না,,তবে ওর জন্য আবেগ যাও আছিলো তাও মইরা গেসে শেষ বসন্তের হলদিয়ার চাপায়।মায়ারা মায়া দিয়া হারায়া যায়,,আর হারানো মায়ার আবেগে শ্রীকান্তরা হয় বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে পইরা থাকা কৃষ্ণচূড়ার পাতা।
