চির বন্ধু
চির বন্ধু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
একি বন্ধনে বাঁধলে গো বন্ধু
অস্তরবির রশ্মি আভায়ে
এই মন ছুঁয়ে গেলে বন্ধু
কিছু পলাশের নেশা, কিছু বা ফাগুন মেশা
একি অপূর্ব পুলক আনলে গো বন্ধু
নাম না জানা পাখীর গানে
কিছু বা টুপটাপ কথায়
কি মায়াজালে আমায় ফাসলে গো বন্ধু!
অজানা অচেনা অসীম দূরতা
নিকট হলো গো বন্ধু
মৃদু মলয় পরশে
শিহরণ জাগে তনু মনে
একি না বলা বারতা
এনে দিলে ওগো বন্ধু
চাঁদনী রাতের জোছনায়
অঙ্গ ভেজা আঙিনায়
ভরিলে অসীম তৃপ্তি
হে আমার চির বন্ধু ।।

