ছুঁকছুঁকে বুড়ো
ছুঁকছুঁকে বুড়ো


বুড়ো দাদুর বয়স বেজায়
চার কুড়ি ছুঁই ছুঁই,
ছুঁকছুঁকে স্বভাব যায়নি
সব মেয়ে তাজা জুঁই।
চোখে যদি পরে কোনওভাবে
ষোড়শী বা অষ্টাদশী,
বাস ট্রেন বা পার্ক যাইহোক
বসা চায় পাশাপাশি।
ঠাকুমা যেন আগুনের গোলা
মেজাজ সদা নবমে,
বুড়োভাম ইতিউতি চাইলে
পুড়ে মরে সে মরমে।
সেবার বুড়ো পার্কে গিয়ে
দেখে বসে এক মেয়ে,
সময় দেখে সে বারংবার
হেথাহোথা দেখে চেয়ে।
বুড়ো চুপিসারে বসে গা ঘেঁষে
দুরুদুরু তার হিয়া,
বুড়ি ছিল তক্কে তক্কেই
ধরে ফেলে পরকীয়া।
টুঁটি ধরে ঝাঁকড়ে বলে,
ওরে ও ঘাটের মড়া,
লাজ লজ্জার মাথাটি খেয়ে
ছুড়ি নিয়ে মস্করা?