সেফ ড্রাইভ, সেফ লাইফ
সেফ ড্রাইভ, সেফ লাইফ
যদি সাবধানে চালাও গাড়ি,
মঙ্গল তাতে হবে সবার - ই।
গাড়ি তো ইঞ্জিন, তুমি নিয়ন্ত্রক,
দুর্ঘটনাতেও তুমিই অণুঘটক।
শুরুর আগে দেখ গাড়ির হালচাল,
দেখ চতুর্দিক, দেখ ঠিক সিগন্যাল।
থেমে যাও ঝটপট লাল বাতি এলে,
মন্থর গতি চলো হলুদ সিগন্যালে।
সবুজ বাতিতে নিরাপদে চালাও গাড়ি,
যদি মানতে দ্বিমত করো, যাবে যম বাড়ি।
মরণ না হলেও হবে বিকলাঙ্গ ঠিক,
এত ঝুঁকি নিয়ে কেন ভাঙবে ট্রাফিক?
বলোনা কভু কথা তুমি সেলফোনে,
চলমান গাড়িতে ফোন মৃত্যু প্রহর গোনে।
বাইক চালালে সদা পরো হেলমেট,
পেলেও পেতে পার অমূল্য প্রাণ ভেট।
'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কথা মূল্যবান,
বাঁচো, বাঁচতে দাও - অতুল্য হয় প্রাণ