রক্ষা কবচ
রক্ষা কবচ


করোনা, সে এক ভয়ঙ্কর ভাইরাস,
বিশ্বজুড়ে জনমনে ছড়িয়েছে ত্রাস।
তার বিষবাষ্পে জনজীবন আজ স্তব্ধ,
পশু পাখি মুক্ত আজি মানুষ ঘরে আবদ্ধ।
চীন তার জন্মদাতা, বিশ্ব তাতে সন্ত্রস্ত,
ঔষধ পথ্যি করতে পারেনা রোগীকে আশ্বস্ত।
মানুষে মানুষে মেশা বারণ, সমাজ বিপর্যস্ত,
প্রকৃতিকে অবহেলায় হয়েছে প্রকৃতি খড়্গহস্ত।
শিক্ষিত কিছু বিত্তবান এনেছে দেশে বিপদ,
সামাজিক নয় মোটে তারা বিপদসঙ্কুল শ্বাপদ।
মহাসঙ্কটকাল হাজির, সব মৃত্যু প্রহর গোনে,
বাঁচতে গেলে থাকা চায় ঐক্যবদ্ধ হয়ে সাবধানে।
কাছে আসতে ভয় পাই অতি আপনজন,
শিয়রে বুঝি দাঁড়িয়ে মহাশক্তিমান শমন।
করমর্দনেও না, দূর থেকেই নমষ্কার,
গা ঘেঁষলেই হতে পারে সৃষ্টি ছারখার।
<
p>
রাজনীতির তরজা নেই আর অর্থনীতিতে ধ্বস,
রাজা প্রজা সবাই আজ হয়েছে করোনার বশ।
মানব সমাজবদ্ধ শ্রেষ্ঠ জীব, মিথ্যে আস্ফালন,
একা একাই করতে হচ্ছে লড়াই প্রাণপণ।
সময় বুঝি থমকে গেছে বড় রাস্তা ছুঁয়ে,
লাফিয়ে বাড়ছে বিপদ যেন গ্রীষ্ম তাপের চেয়ে।
আতঙ্ক নয়, নয় গুজব, সতর্কতা চায়,
আতঙ্ক গ্রাস করলে সদা যুদ্ধে হার হয়।
অঘোষিত যুদ্ধ যেন আজ সারা বিশ্ব জুড়ে,
প্রতি শতবর্ষেই বিপদ এসেছে ঘুরে ফিরে।
তাদের আমরা বারংবার করেছি পরাস্ত,
মানবতার মহানতা যায়নি তো আজো অস্ত।
বাঁচার রক্ষা কবচ হোক আমাদের মানবতা,
চলার পথে পাথেয় হোক মহামানবের উদারতা।
জীবন পণ করে যারা ব্রতী মানব সেবায়,
তাদের প্রতি শ্রদ্ধা রাখি, ঈশ্বর দেঅভয়।