দুই পৃথিবী
দুই পৃথিবী
বসন্ত এসেছে বনে - বনে
আগুনে আঁচল গাছের ডালে,
রাধা কৃষ্ণের প্রেমাতুর মন
মন ফাগুয়ায় হৃদয় দোলে।
এসেছে দোল, লেগেছে রং
রঙে ভেজে সব শরীর মনে,
ছন্দে দোদুল আকাশ বাতাস
উড়ে বেড়ায় মন পবনে।
ছন্দ কি আছে তাদের হৃদে
জিরজিরে হাড় - হাড় হাভাতে?
ষড়ঋতুই সমান সমান
রঙ চায়না, চায় মাড়ে ভাতে।
একই স্থলে দুই পৃথিবী
ভেদাভেদটা চোখে - মুখে,
ধর্ম, জাতপাত, ধনী গরীব
বলোতো, এসব কিসের সুখে?