STORYMIRROR

Recitation by G. Nayak

Abstract Fantasy

3  

Recitation by G. Nayak

Abstract Fantasy

ঘেঁটু ফুল

ঘেঁটু ফুল

1 min
651


বড় রাস্তার পাশে বেড়ে ওঠে অনাদরেই।

কেউ এগিয়ে দেয়না এক ঘটি জল।

তবু তরতরিয়ে বেড়ে ওঠে,

ফাগুনকে শোভিত করে রূপে রূপে,

মন ভরে যায় তার নৈসর্গিক সৌন্দর্য্যৈ।

প্রজাপতি, ভ্রমর আরো কত পতঙ্গ

ঘুরঘুর করে মধুর লোভে।

সুযোগ বুঝে আসে, বসে, চলে যায়।

কেউ নেয়না আপন করে,

কোন দেবতার পায়ে পায়না সে ঠাঁই।


যেমন ফুটপাতের মেয়েটি বেড়ে ওঠে

অবহেলায় আগাছার মতোই,

হাজার অনটনেও বেঁচে বর্তে থাকে

পায়ে পায়ে এগিয়ে যায় যৌবনের দিকে।

তার অর্ধোন্মুক্ত বক্ষের পানে কামাতুর দৃষ্টিতে

নির্নিমেষে চেয়ে রয় পথচারী।

উপভোগ করে, আপন করেনা কেউ,

ঠিক ঘেঁটু ফুলের মতোই 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract