STORYMIRROR

Recitation by G. Nayak

Abstract Others

2  

Recitation by G. Nayak

Abstract Others

ডাক্তার

ডাক্তার

1 min
253


পবিত্র হোমানলে উদগত তুমি ধৃতাত্মা,

সদা হিতসাধনে নিয়োজিত পঞ্চপ্রাণাত্মা।

দৈবদূর্বিপাকে যবে হাজির মহা সঙ্কটকাল,

আতঙ্কহীন হইয়া তুমি ধরিয়াছ সদা হাল।


তুমি একনিষ্ঠ, নিঃস্বার্থ সেবক, তুমি ডাক্তার,

এ মহা দুর্দিনে পাওয়া ভার তব ব্যতিহার।

তব হৃদে সমাহিত যেন ভক্তের ভগবান,

পীড়িতের কাছে তুমি ঈশ্বর প্রতীয়মান।


রাম রহিম ভেদ নেই, সেবিছ সাজাত্যবোধে,

জীবে সেবা শিব সেবা, সেবিছ ঈশ্বরবোধে।

ঘরকে তুমি পর করেছো ত্যাজিয়া সংসার,

সুমুখে দেখিছ যদিওবা অথৈ পারাবার।


ধূপের ন্যায় নিজেরে পুড়ায়ে কর ধূপায়িত,

পর্বত তুল্য সহিষ্ণুতা তোমাতেই সমাহিত।

জীবন মৃত্যুর সন্ধিক্ষণ যবে কড়া নাড়ে,

দুঃস্থ আর্ত পার হতে চায় তব সাম্পানে চড়ে।


তবুও মানুষ ভুলোমনা, বিস্মৃতি সম্পন্ন,

সু - সময়ে তব অবদান হয়না প্রায়ই গণ্য।

দোষ নেই মানুষেরও আছেন কিছু কসাই,

সেবার মন্ত্রে দীক্ষা নিয়েও মন ব্যবসায়।


শুনগো বলি তোমাদের, দুরাত্মা যাহার,

মানুষই ভুল করেন, মানুষই তো ডাক্তার।

নির্মূল হউক অপভাষ আর অন্যায়াচরণ,

তাহারাই বাড়াইবেন হাত যবে নিকট শমন।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract