STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Classics

3  

Nityananda Banerjee

Comedy Romance Classics

পয়লা বৈশাখ

পয়লা বৈশাখ

1 min
149


চৈতি রাতের শেষ প্রহরের শ্বাস ;

বন্ধ হতেই বোশেখ এল দ্বারে,

অরুণ রাঙা আলোকের নির্য্যাস ;

ছাইল আকাশ , বঙ্গ বসুধারে।


আজ একটু ভিন্ন স্বাদের ভোর ;

বিজলী আদত চমক দিয়ে ওঠে,

প্রভাত ফেরীর সুরে হৃদয় ডোর ;

মঞ্জরীতে যুবক হয়ে ফোটে ।


আমের মুকুল জামের বোলে ম ম ;

কচি পাতায় বেলগাছটি টিয়া ,

লক্ষ্মী গণেশ তোমরা আমায় ক্ষম ;

হাল খাতাতে লাল টুকটুকে হিয়া।


ভোর বেলাকার প্রভাত ফেরী শেষও ;

হ'ল কি না হয়নি তবু হাঁটি,

' এস হে বৈশাখ; এসো এসো ;

গুনগুনিয়ে গানটি গলায় চাটি ।


রুদ্র তপন তাপন যত বাড়ায় ;

ঘেমে নেয়ে গা হয় একশা ,

পয়লা বোশেখ নতুন স্বপন ছড়ায় ;

মনের দোরে আঁকেন নকশা ।


ধুতির কোঁচা বাঁ পকেটে পুরে ;

গুটিয়ে নিই পাঞ্জাবিটার হাতা,

হাটবাজারে দোকানে দোকানে ঘুরে ;

মণ্ডা মিঠাই নিয়ে বাগাই ছাতা।


দিনের শেষে আধো চাঁদের আলোয় ;

বাড়ির ছাদে চড়ুইভাতির মজা,

বছর কাটুক সবার ভালোয় ভালোয় ;

প্রথম দিনটাই সারা বছরের রাজা।

***************************************










Rate this content
Log in

Similar bengali poem from Comedy