চাকরি চাই
চাকরি চাই


লোকে বলে পুজো এলে সবাই খুশি হয়,
বলে বলুক লোকে তবে সত্যি মোটেই নয়,
কেউ ভাবে না আমার কথা,
বুকে আমার খুব যে ব্যথা
জানে না তাও, বলে পুজোয় কেউ কি এসব কয়।
ছেলেমেয়ে তাকিয়ে ঠায় বউ চেয়েছে শাড়ি,
ব্লেড কেনার পয়সা যে নাই মুখে লম্বা দাঁড়ি|
কেমন করে বায়না মেটাই?
এবার আমার হবে পেটাই
বাঁচতে হলে বেচতে হবে বাপের ভিটে বাড়ি।
পুজো এলে আনন্দেতে ভাবি ভেসে যাই...
কারখানাটা খুলবে কবে তা তো জানা নাই!
বছর বছর পুজো আসে,
আমার দুচোখ জলে ভাসে,
দুগগা মাকে বলব এবার একটা চাকরি চাই।