ব্যথার আকাশে বেড়ায় ভেসে
ব্যথার আকাশে বেড়ায় ভেসে
তোমায় যখন গান শুনাবো
তারার পানে চেয়ে
মুক্তোর হাসি পড়বে ঝরে
ঝিনুকের পেট থেকে
তখন তুমি এসো নেমে
আকাশের সিঁড়ি বেয়ে
আমার মনের দোলনচাঁপা
দুলবে উঠে আনন্দেতে
খেয়ালের পাপড়ি মেলে
সৌরভ যত রয়েছে জমা
হৃদয় মালঞ্চ বনে
ছড়িয়ে দেব চলার পথে
তোমার মুখের পানে চেয়ে
গানের মাঝে বলবো তোমায়
দুটি মনের কথা
রইনু জেগে আঁধার রাতে
তন্দ্রা এসে ভেস্তে দিলো
ঘুম পাড়িয়ে নিয়ে গেলো
কোন অজানা কক্ষপথে
ঠিকানাবিহীন কল্পলোকে
আমার মনের অগোচরে
অধরা তোমায় ধরবে বলে
যেই কথাটি বলার আশায়
মন তরঙ্গ ছুটে বেড়ায়
ভাবতে থাকে বিহ্বলতায়
সময় দিলো গন্ডি টেনে
রবির উদয় ক্ষনে
তাকিয়ে দেখি গগনপানে
তারকারাশি গেছে নিভে
মনের কথা রইলো মনে
ব্যথার আকাশে বেড়ায় ভেসে
