Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Romance Tragedy

4.5  

Manik Goswami

Romance Tragedy

ব্যর্থতা

ব্যর্থতা

2 mins
236



আমার জীবনে এখন নিষ্প্রদীপ চলছে |

মনের আঙিনায় প্রদীপ জ্বলছে না আর |

যে আলো জ্বলতে শুরু করেছিল তার

সমস্ত কোমনীয়তাকে আশ্রয় করে,

বিস্তৃত করতে চেয়েছিলো আপন মৃদু আলোকস্বত্তা,

পেলব পালক মসৃণতায় নিজেকে করেছিল উন্মোচিত;

আনন্দঘন মুহূর্তে

কেঁপে কেঁপে উঠে

নিজের প্রাণশক্তির উচ্ছ্বাস করেছিল প্রকাশ |

হঠাৎ নিভে গেলো |

দপ করে জ্বলে উঠেই নিভে গেলো |


বিচিত্র এক ঝড় উঠেছিল |

দিগন্ত জুড়ে ঘন কালো মেঘের দেখা মেলেনি,

বারোমিটারের পারা হঠাৎ নেমে গিয়ে

পূর্বাভাসও দেয়নি নিম্নচাপের;

তরুদল অজানা আতঙ্কে

নিজেদের গুটিয়ে ফেলে স্থানু হয়ে যায়নি |

গাভীকুল ধেয়ানে ধেয়ে যায়নি;

তড়িঘড়ি ঘরে ফেরার উন্মাদনা দেখা যায়নি কোথাও |

তবুও উঠেছিল ঝড় |

হঠাৎ-ই উঠেছিল |


সে ঝড় তার বিরাট চেহারায় আছড়ে পড়েনি |

সমস্ত কিছু চূর্ণ করার মানসিকতায় ওঠেনি মেতে |

উত্তাল আনন্দে ধ্বংসের উন্মাদনা পায়নি প্ৰকাশ |

তবুও এলো হঠাৎ-ই ক্ষুদ্ররূপে |

কিন্তু অন্তর্নিহিত এক বিশাল ক্ষমতা নিয়ে |

কেউ জানলো না, কেউ বুঝলো না;

অনুভব-ও করতে পারলো না তার অস্তিত্বকে |

পরিমাপ করতে পারলো না তার বিরাটত্বকে |

এলো হঠাৎ-ই, আর-

নিভিয়ে দিয়ে গেলো আমার

মনোআঙ্গিনায় জ্বলে থাকা প্রদীপটি |

হাওয়ার ফুৎকারে নিভে গেলো সে |

জানলাম, মানলাম আর অনুভব করলাম শুধু আমি |


এক ঝলক বিদ্যুৎ চমকের মতো

আমার মনে জেগেছিলো প্রেম,

দুরন্ত আশা নিয়ে;

ভেসে থাকার দুর্নিবার ইচ্ছে নিয়ে |

বিদ্যুৎ চমকের পর প্রগাঢ় অন্ধকারে

নিভে যাওয়া প্রেম-প্রদীপ নিমজ্জিত রইলো |

তরী বাইতে শুরু করেই ডুবলো |

নাও-তে কোনো ছিদ্র তো চোখে পড়েনি,

কোনো অস্থিতকর অবস্থার আভাস-ও পাইনি |

পালে হাওয়া লেগেছিলো সবে |

আপন মনে গান গেয়ে সেই আমি

ডুবেছিনু আনন্দ সাগরে |

নাও ডুবলো তীরেই |

আনন্দ ফুটতেই বেদনার যন্ত্রনা, ব্যর্থতার কান্না |

সাঁতারের কলাকৌশল সব মাঝির-ই জানা |

কিন্তু অদক্ষ, অপটু, নতুন মাঝির ক্ষমতা সীমিত |

রপ্ত করা হয়নি কৌশল |

তাই অনায়াসেই ডুবলো |

মুছে গেলো হাসি, আনন্দ গেলো ধুয়ে |

ব্যর্থতার কাহিনী লেখা রইলো জীবনের পাতায় |


Rate this content
Log in

Similar bengali poem from Romance