STORYMIRROR

অদিতি সিংহ

Romance Classics

2.5  

অদিতি সিংহ

Romance Classics

ভালোবাসা

ভালোবাসা

1 min
727


আঁখির কোনেতে...

ভালোবাসা জন্ম নেয়,

ঠোঁটের আড়ালে মিষ্টি প্রেম...

যে প্রেম একে অপরের...

স্পর্শে জানান দেয়,

কাছে না পেয়েও ...

তার মর্ম বোঝায় ।


দূরত্ব হারিয়ে কাছে...

আসার অজুহাত খোঁজে,

ইশারায় বলতে চাই...

না জানা কিছু...

ভালোবাসার কথা।

প্রতিমুহূর্তে গোপন করে,

অজানা কিছু ভাষা।


হঠাৎ বৃষ্টি নামে...

শহরের এক কোণে,

আঁধারে ডুব দেয়,

কোন এক প্রেমিক-প্রেমিকা

প্রেমের ডুবসাগরে।

সন্ধে নামে নদীর তীরে...

জলের স্রোতে ভেসে চলে,

 

বৃষ্টির জল তাদের...

p>

শরীরের ছুঁয়ে ফেলে,

প্রেমের জোয়ারে ভাসে দুজন।

গঙ্গার পাড়ে সন্ধ্যে নামে...

পাখিরা সব বাসায় ফেরে,

স্বচ্ছ আকাশের বুকে...

রঙিন রামধনুর সন্ধান মেলে।


ভালবাসার অন্তরালে জমে থাকা,

প্রেম আজ বহিঃপ্রকাশ নেয়।

সূর্য ডুব দেয় গঙ্গার পাড়ে,

তারাও ডুব দেয়...

প্রেমের জোয়ারে।

হাতে হাত ধরা...

প্রথম একে অপরের স্পর্শের ছোঁয়া,


জানান দিল আছি আমি,

ভরসা হয়ে সারা জীবন।

তোমারই পাশে আলোর মতন,

চুম্বন ঘিরে চিবুক ছুলো।

আবারো বৃষ্টি নামলো শহরে,

একে অপরের...

ভালোবাসায় ডুবলো গোপনে।


Rate this content
Log in