STORYMIRROR

অদিতি সিংহ

Abstract Romance Others

3  

অদিতি সিংহ

Abstract Romance Others

বিবর্ণ বসন্ত

বিবর্ণ বসন্ত

1 min
15

বসন্তের আবেগে প্রেম আসে,

নীলিপ্ত আকাঙ্ক্ষায় উচ্ছ্বাস নিয়ে।

বহুকল্পিত সাগরে কল্পনা ভাসে,

যারা কেবল অভিমান ভালোবাসে।


মৃত্যুমুখী পথযাত্রী উদাস হয়,

বিষন্নতা ঘিরে প্রতিনিয়ত ক্লান্ত!

তারা ঘড়ির কাটায় ছন্দ মেলায়,

কবিতা লেখে সাদা চাদর মুড়ে।


তাদের বই প্রকাশিত হয় না,

বেহিসাবি পান্ডুলিপি জমতে থাকে।

অর্থ-পূর্ণ শব্দরা সব ঘর বাঁধে...

নতুন রূপে বেনামী হয়ে শ্মশান যাত্রায়।


অহেতুক কত স্বপ্ন ছবি আঁকে,

তাদের রং কেবল বিবর্ণতা ঘিরে।

রামধনুরা আজও নির্বাক হয়ে...

প্রবল বৃষ্টি আসার অপেক্ষায় থাকে।


                           


Rate this content
Log in

Similar bengali poem from Abstract