STORYMIRROR

অদিতি সিংহ

Abstract Romance

3  

অদিতি সিংহ

Abstract Romance

অনুভূতি

অনুভূতি

1 min
727


প্রেমটা না হয় ক-দিন পরে করবো,

যখন দিনের শেষে তোমায় ধরবো।

তুমি না হয় আমায় একটু ভালোবেসো,

দুঃস্বপ্নে আমার কাছে এসো।


দিনের শেষে একটা শরীরের আলিঙ্গন দিও,

আমার অভিমানী মন ছুঁয়ে যেও।

স্পর্শে জানান দিও আমি আছি,

প্রতি মুহূর্তে আমি তোমার কাছে যাচ্ছি।


সোশ্যাল জগতে নিজেকে বিলীন করো না,

একটু নিজস্বতা বজায় রেখো।

ব্যস্ততা কাটিয়ে ক্লান্ততা হারালে যখন সময় পাবে,

তখন দুই-একটা কবিতা না হয় লিখো।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract