শরতের আকাশে মেঘের খেলা
শরতের আকাশে মেঘের খেলা
শুভ্রতায় ভরা নীল বুকের মাঝে খেলা করে,
কিছু অজানা, নামহীন বিভিন্ন আকৃতির মেঘ।
নানা রঙে সেজে ওঠে মাঝে মধ্যেই,
অপূর্ব সৌন্দর ভাবে সাঁজে সজ্জিত থাকে...
দিনে-রাতে ছুটে বেড়ায়,
অচেনা পথে পাড়ি দেয়।
কখন মনখারাপ, গম্ভীরতা প্রকাশ পায়
তার রং এর মাধ্যমে।
শরতের আকাশে কি অপূর্বই না লাগে তাকে,
ভেসে চলে ইচ্ছামত পাড়ি দেয় অকাল গভীরতা।
খেলা করে ছুটে চলে নিজের মতো,
তাকে আটকানো আর কেউ নেই,
সারা আকাশটা জুড়ে শুধু তার স্বাধীনতা।
সারাটা দিন আমি এমন একটা
আকাশ দেখে কাটিয়ে দিতে পারি।
মেঘেরা কানামাছি খেলছে নিজের সাথে,
নিজেকে নিজের থেকে আড়াল করতে ব্যস্ত।
কতশত কবিতা লেখা যায়
এমন একটা আকাশের দিকে চাইলে...
নিজের হাজার ব্যস্ততাকে হার মানানো যায়,
আকাল পানে মেঘের ভেলা বইলে।