মানুষিক পরিবর্তন
মানুষিক পরিবর্তন
অবহেলা সহন করতে করতে একটা সময়
দেওয়ালে পিঠ ঠেকে যায়...
তখন সহ্য করার ক্ষমতা
তাকে কুঁড়ে কুঁড়ে খায়।
আগের মানুষটার অনেক বদল দেখা যায়,
সে নিজেকে পরিবর্তন করে নেয়।
সমাজের থেকে মুখ ফিরিয়ে বইয়ের
কল্পনার জগতে মুখ গুজে দেয়।
আগের আমি আর এই আমির মধ্যে
এক আকাশ ফারাক জন্ম নেয়...
সময়ের চাকা সবটা বদল দিয়ে,
মানুষের মানসিক পরিবর্তন ঘটায়।