বুঝে চলো
বুঝে চলো
ভালোবাসার অর্থ যদি সত্যি বুঝে থাকো,
আগুনেতে ঝাঁপ না দিয়ে শান্ত হয়ে থাকো।
বয়স সন্ধিক্ষণে আবেগ ওঠে জেগে,
অবুঝ মনটা চঞ্চল হয় চপল অনুরাগে।
একটুখানি বোঝার শক্তি উন্নত করে দেখো,
পথ ভ্রষ্টের অনেক কারণ মাথায় ভরে রাখো।
বাইরে থেকে গুরুজনের উপদেশ ক্রোধ বাড়ায়,
উরু উরু মনটা শুধু প্রেমিক তরে ধায়।
জীবন বড় সুন্দর জেনো নষ্ট কোরো না তারে,
সাময়িক কোনো উত্তেজনায় দিও না ভগ্ন করে।
হঠাৎ তোমার ভুলের মাশুল গুনবে চিরদিন,
বিচার বিবেচনা যদি হয় গো যুক্তিহীন।
রঙিন চোখে মোহের বশে জীবন অর্থহীন।
ধূলায় লোটে মান-সম্মান, উন্নতির আশা ক্ষীণ।
কাদা পথে আটকালে পা, সময় থাকতে তোলো;
সঠিক মনের সন্ধান তরে মুখোশ থাকলে খোলো।
পাঁকে পড়লে ধীরে ধীরে ডুবতে থাকবে জেনো,
কর্দমাক্ত শরীরের আর মূল্য রবে না কোনো।
ডুবে গেলে আসবে না কেউ, থাকবে না কেউ পাশে;
নিজ কর্মের অনুশোচনায় দগ্ধাবে ভালোবেসে।
